অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, কল্যাণপুর অনুশীলন সংসদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানের আপনাকে/ আপনার প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে । অনুষ্ঠান সূচি নিম্নরূপ:

১)  ২০শে ফেব্রুয়ারী ২০২২ – দেশের গান ও আবৃত্তি – রাত ৯:০০ থেকে

       ১২:০০ পর্যন্ত। 

২)  একুশে র‍্যালী – ২০শে ফেব্রুয়ারী ২০২২ রাত ১১:০০ টা থেকে (কল্যানপুর  

       শহীদমিনার মাঠ থেকে শুরু)

৩) একুশের প্রথম প্রহরের পুস্পস্তবক অর্পণ ২১শে ফেব্রুয়ারী রাত ১২:০০টা থেকে

        রাত ১:০০ টা

৪) প্রভাতফেরি ও পুস্পস্তবক অর্পণ সকাল ৭:০০ টা থেকে ১১:০০ পর্যন্ত (শিক্ষার্থী

       ও সর্বস্তরের জনগণের জন্য)

৫)  সকাল ৭:০০টা থেকে ১১:০০ পর্যন্ত দেশের গান ও আবৃত্তি

আবৃত্তি ও গানের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। শামীম – ০১৯৬৮-৩৮৫০৫১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *